Kaliachak Money Recovery: কালিয়াচকে শ্রমিকের বাড়িতে বিপুল টাকা, উদ্ধার করল STF
মালদায় ফের টাকার পাহাড়! শ্রমিকের বাড়িতেই ৩৭ লক্ষ! কালিয়াচকে ভিনরাজ্যের শ্রমিকের বাড়িতে ৩৭ লক্ষ টাকা! কালিয়াচকের গঙ্গানারায়ণপুরে এসটিএফের অভিযানে উদ্ধার। উদ্ধার টাকার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারিদের, দাবি এসটিএফের। ফেব্রুয়ারি মাসে রয়্যাল শেখ নাম এক যুবককে মাদক সহ গ্রেফতার করে সিআইডি। এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকা মাদক কারবারি রয়েল শেখেরই। রয়্যাল শেখের স্ত্রী ফতেমা বিবিকে অভিযুক্ত করে মামলা শুরু পুলিশের । ‘পুলিশের হাত থেকে বাঁচতে টাকা ভিন রাজ্যের শ্রমিকের বাড়িতে রাখা ছিল’, এমনটাই দাবি এসটিএফের।
Tags :
Bangla News Bangla News Live Malda News Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News STF Kaliachak Money Recovery