RG Kar Protest:'অভয়ার মাকেও আটকাতে পারেনি, আমাকেও পারবে না',জানালেন কালীগঞ্জকাণ্ডে নিহত তামান্নার মা

ABP Ananda LIVE :RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’। অভিযানে যোগ দিতে রওনা কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবার। স্টেশন চত্বরে-ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখি পরালেন তামান্নার মা। 'একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি', প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা। আজ সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতা রওনা দিয়েছেন তাঁরা। আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে। আজও বিচারের দাবিতে চলছে প্রতিবাদ। সেই প্রতিবাদে শামিল হতেই আসছেন কালীগঞ্জের নিহত বালিকার মা-বাবা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমায় নিহত হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। শাসক দলের দিকেই প্রথম থেকে অভিযোগ করেছিলেন, তামান্নার পরিবার। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে কয়েকজন। তবে ঘটনার বেশ অনেকদিন পর গ্রেফতার হয়েছিল অভিযুক্তরা। আর এই সময়ের মধ্যেও তামান্নার পরিবার বারংবার অভিযোগ করেছেন যে, অভিযুক্তদের তরফেই এসেছে হুমকি, হুঁশিয়ারি, এমনকি প্রাণে মেলে ফেলার ভয় দেখানো হয়েছে। এখানেই শেষ নয়, যাঁরা তামান্নার ঘটনার প্রতিবাদ করেছেন, তাঁদেরকেও ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola