Kaliganj News: 'আমার মুখ বন্ধ করার জন্য দিতে এসেছে,' তৃণমূল বিধায়কের আর্থিক সাহায্য প্রসঙ্গে বিস্ফোরক তামান্নার মা
ABP Ananda LIVE :নিহত বালিকার মায়ের অভিযোগ, 'মুখ বন্ধ' করার জন্যই তাঁকে টাকা দিতে আসা হয়েছিল। এদিকে বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, তিনি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে সাহায্য করতে এসেছিলেন। বিধায়ক বলেন, 'আমার কোনও কর্মসূচি নয়। আমি একজন মানুষ হিসেবে এসেছি। এটা মানবিকতার বিরুদ্ধে অপরাধ। প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত। যার কাছেই বোমা থাকবে যে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত।' কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আলিফা আহমেদ। শাসক দলের জয়োল্লাসের সময় বোমার আঘাতে যে বালিকার মৃত্যু হয়েছে, তাঁর বাড়িতে এখনও একবারের জন্যেও যাননি আলিফা। এই নিয়েও ক্ষোভে ফুঁসে উঠেছেন নিহত বালিকার মা সাবিনা ইয়াসমিন। চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলছেন, 'একবার আসেনি। কী করে ভরসা থাকে? একবার আসেনি। আসা দরকার নয়? একবার দুঃখ জানাতে আসেনি। দুনিয়া কেঁদে যাচ্ছে, তার কানে পৌঁছাচ্ছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল, সে জিতে গেল বলে, তার জন্য আমার মেয়ে চলে গেল... সে একবার এখনও পর্যন্ত আসেনি। একটা কোনও কিছু তার নেই। সে আসতে পারেনি। তার আসার ক্ষমতা নেই। সে জানে আমাদের ইশারাতে এই কিছু হয়।'