Amit Shah: কালীঘাট মন্দিরের বাইরে স্লোগান-যুদ্ধ, অমিত শাহকে দেখে জয় বাংলা স্লোগান

ABP Ananda LIVE: কালীঘাট মন্দিরের বাইরে স্লোগান-যুদ্ধ। অমিত শাহকে দেখে জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। অমিত শাহর কালীঘাটে সফর ঘিরেও রাজনীতির লড়াই। অমিত শাহ পুজো দিয়ে বেরোতেই জয় বাংলা স্লোগান।

আরও পড়ুন...

কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহের ব্যানার সরানোর অভিযোগ

কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহের ব্যানার সরানোর অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশেপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয়, দাবি বিজেপির। কে বা কারা সেই সমস্ত পোস্টার ও ব্যানার খুলে দেয় বলে অভিযোগ। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়, অভিযোগ বিজেপির।

ফের ED দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিংহ

ফের ED দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিংহ। গতকালের পর আজও ED হাজিরা কারামন্ত্রীর । সকাল ১০.৩০ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা। চন্দ্রনাথের।  গতকাল প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ কারামন্ত্রীকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola