Recruitment Scam: '৩টি ধমনীতে ব্লকেজ', হাসপাতাল থেকেই ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন কালীঘাটের কাকুর
এবার হাসপাতাল থেকেই ইডি-র (Enforcement Directorate) বিশেষ আদালতে জামিনের আবেদন জানালেন কালীঘাটের (Kalighat) কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর আর্জি, চিকিৎসকরা জানিয়েছেন ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। বাইপাস সার্জারি করাতে হবে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে জামিন মঞ্জুরের আবেদন জানিয়েছেন কালীঘাটের কাকু। আজই ইডি-র বিশেষ আদালতে জামিন-আবেদনের শুনানি। ইডি সূত্রে খবর, জামিনের বিরোধিতা করবে তারা। পাশাপাশি, আগামীকালই সুজয়কৃষ্ণর বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিতে চলেছে। চার্জশিটে কালীঘাটের কাকুর যাবতীয় সম্পত্তির হিসেব, নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে জড়িত, তার তথ্যপ্রমাণ পেশ করা হবে