Kalighater Kaku: নামে-বেনামে 'কালীঘাটের কাকু'র ১২টি সম্পত্তির হদিশ, দাবি ইডির
বেহালা, ডায়মন্ড হারবারের ১৬টি জায়গায় একযোগে ইডির তল্লাশি। নামে-বেনামে 'কালীঘাটের কাকু'র ১২টি সম্পত্তির হদিশ, দাবি ইডি (ED) সূত্রে ।
বেহালায় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়ের বাড়ি, ফ্ল্যাট, অফিসে তল্লাশি। পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়ি, অফিসেও ইডি তল্লাশি।
তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতেও তল্লাশি। পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে ২৬ কোটি দিয়েছিলেন অয়ন শীল, কোর্টে দাবি ইডির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে সিবিআই-তলবের দিনই বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি। সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে 'কালীঘাটের কাকু', সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি।
নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা ইডি-র। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়ি, অফিসে চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গাতেও ইডি-র হানা। নজরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য জ্ঞানানন্দ সামন্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-তলবের দিনই বেহালায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি-র হানা। সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে কালীঘাটের কাকু। সাতসকালে সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়িতে পৌঁছন ইডি-র অফিসাররা। সুজয়কৃষ্ণর ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি।
নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দিয়েছে ইডি। এর মধ্যে কলকাতায় কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ প্রণব দে-র বাড়ি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস-সহ ৬টি জায়গা এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গায় চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও সকাল থেকে ইডি-র তল্লাশি চলছে। বিষ্ণুপুরের বিবিরহাটে তৃণমূল নেতার বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে ফেলা হয়েছে কাগজের বাণ্ডিল। এই অভিযোগ পেয়ে পুকুরেও চলছে তল্লাশি।