Kalighater Kaku: মুখ খুলছেন 'কালীঘাটের কাকু' ? উঠে আসবে কোন কোন হেভিওয়েটের নাম ?
Continues below advertisement
ইডির জেরায় কি ক্রমশ নরম হচ্ছেন কাকু? সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের সঙ্গে হোয়াটস অ্য়াপ চ্য়াট নিয়ে আগে যেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের উত্তর ছিল, জানি না, বলতে পারব না। এখন সেখানে সাক্ষাতের কথা স্বীকার করেছেন কাকু। শুধু তাই নয়, একাধিক সংস্থার নিয়ন্ত্রণের কথাও কাকু কবুল করেছেন বলে ED সূত্রে দাবি।
Continues below advertisement