Kalighater Kaku: কীর্তিমান কালীঘাটের কাকু, মুখ খুললেন চাকুরীপ্রার্থী

Continues below advertisement

জোকা ইএসআই-তে দেড়ঘণ্টার বেশি সময় ধরে স্বাস্থ্যপরীক্ষা সুজয়কৃষ্ণর( Sujaykrishna Bhadra)। স্বাস্থ্যপরীক্ষার পর সুজয়কৃষ্ণ বেরোতেই চোর চোর স্লোগান। সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্কশাল আদালতে। 'নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতার ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার সুজয়কৃষ্ণ', 'নিয়োগ দুর্নীতিতে ধৃত এক তৃণমূল নেতার মোবাইলেই মিলেছে তথ্য', 'কালীঘাটের কাকুর'-নিজের মোবাইলের তথ্য যথেষ্ট ছিল না',
'ধৃত তৃণমূল নেতার ফোনের তথ্য দেখিয়েই গতকাল ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ', 'মোবাইলের তথ্য দেখানোর পরেও তথ্য গোপন করছিলেন সুজয়কৃষ্ণ', 'সুজয়কৃষ্ণের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে স্বীকার করেছেন ধৃত নেতা', দরকারে কেস ডায়রিতে সেকথা উল্লেখ করা হবে বলেও দাবি ইডি-র, 'এবার নজর সুজয়কৃষ্ণের বেনামি সম্পত্তিতে', 'নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনে জড়িত সুজয়কৃষ্ণ' খবর ইডি সূত্রে। ৩টি সংস্থার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হত, সন্দেহ ইডি-র (ED)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram