Recruitment Scam: ভয়েস স্যাম্পল দিতে হল কাকুকে, কীভাবে হয় ভয়েস স্যাম্পল টেস্ট? ABP Ananda Live

Continues below advertisement

Kalighater Kaku: প্রাথমিক অসহযোগিতা সত্ত্বেও, ভয়েস স্যাম্পল দিতেই হল কালীঘাটের কাকুকে (kalighater Kaku)। ৩টি বাক্য বারবার বলিয়ে ভয়েস রেকর্ড। সুজয়কৃষ্ণর (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) ভাঁড়ারের চাবিকাঠি? কীভাবে হয় ভয়েস স্যাম্পল টেস্ট? দেখা হয় কণ্ঠস্বরে ব্যবহৃত শব্দের অ্যাপ্লিটিউড বা প্রসস্থতা। গলার পিচ কতটা জোরে বা আস্তে হচ্ছে। অর্থাৎ ব্যক্তির গলার স্বর কেমন তাও দেখা হয়। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram