Kalimpong Flash Flood: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, হড়পা বানে আটকে স্কুলের পুলকার
Kalimpong Flash Flood: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, বিপদসীমার উপর বইছে তিস্তা। এরই মধ্যে হড়পা বানে আটকে স্কুলের পুলকার। আচমকা বানে গাড়িতেই আটকে পড়ুয়ারা, তীব্র আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের সাহায্যে নিরাপদে উদ্ধার পড়ুয়াদের। অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ভারী বৃষ্টি হয়েই চলেছে। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা।লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। সম্প্রতি ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। সিকিম ও ভুটান পাহাড়েও অবিরাম বৃষ্টি। সম্প্রতি জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছিল। শহরের বেশ কয়েকটি ওয়ার্ড এবং সদর ব্লকের আসাম মোড় সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকা তিস্তা ও করলার জলে ভাসে। ABP Ananda LIVE