Kalipuja: বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন এই মন্দিরে, বীরভূমের ৫টি সতীপীঠের মধ্যে অন্যতম নন্দীকেশ্বরী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বীরভূমের ৫টি সতীপীঠের মধ্যে অন্যতম সাঁইথিয়ার নন্দীকেশ্বরী। কথিত আছে, সাধক বামাক্ষ্যাপা এই মন্দিরে সিদ্ধিলাভ করেছিলেন।  সাঁইথিয়া জায়গাটি আগে নন্দীপুর নামে পরিচিত ছিল সবার কাছে। দেবী নন্দীকেশ্বরীর নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল নন্দীপুর। একটি বিশাল বড় বটগাছ ছাতার মত ঘিরে রেখেছে মন্দিরের প্রাঙ্গণকে।

আরও খবর..

১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর

বাড়ির কালীপুজোয় মুুখ্যমন্ত্রী। নিজে রাঁধলেন ভোগ, দিলেন অঞ্জলি। মণ্ডপে গ্রামবাংলার ছোঁয়া। মেয়েকে নিয়ে মমতার পুজোয় হাজির অভিষেক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram