Kalipuja 2024: কালীপুজোর আবহে সেজে উঠেছে দক্ষিনেশ্বর মন্দির, চলছে মায়ের পুজো।
Kalipuja News: দক্ষিণেশ্বরে চলছে মায়ের পুজো। কালীপুজোর আবহে সেজে উঠেছে দক্ষিনেশ্বর মন্দির। মায়ের পুজো উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে দক্ষিনেশ্বর মন্দিরে। দক্ষিণ দমদম ১৪ নম্বর ওয়ার্ড কমিটির এবারের পুজোর থিমের নাম শান্তি রূপেন। অর্থাৎ কাল্পনিক জায়গার খোঁজ করা হয়েছে যেখানে সবটাই কিন্তু শান্তির কথা বলবে।যুদ্ধ অবশ্যই রয়েছে কিন্তু যুদ্ধেটাকে অতীত করে কীভাবে শান্তির কথা বলা যায় সেটাই এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।
'উনি যদি সত্যিই প্রমাণ চান তাহলে আসুন আর জি কর মেডিক্যালে। যাঁদের সঙ্গে এই ঘটনা হয়েছে তাঁদের সঙ্গে কথা বলুন, তাহলেই বুঝতে পারবে কী প্রমাণ। আমাদের আন্দোলন কারও হাতে পড়েনি, আমাদের আন্দোলন যেভাবে শুরু হযেছিল সেই জায়গাতেই আছে। ন্যায়বিচারের যে আন্দোলন একমাত্র WBJDF নিয়ে রাখেনি। WBJDF নিজেদের মতো করে আন্দোলন করেছে বিচারের দাবিতে এবং আন্দোলন করে যাবে যতক্ষণ ন্যায়বিচার পাবে। যাঁরা বলছেন আন্দোলন শেষ হয়ে গেল, তাঁরাও আন্দোলন করুক আমরাও চাই', বললেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ।