Kalipuja 2024: ৭৫ তম বর্ষে বড়িশা শান্তি সঙ্ঘের কালীপুজো | ABP Ananda LIVE

 ABP Ananda LIVE: ৭৫ তম বর্ষে বড়িশা শান্তি সঙ্ঘের কালীপুজো । এবছরের থিম বলির কথা বলি । থিমের বলির বিরুদ্ধে সোচ্চারের দিকটি ফুটে উঠেছে । 

আরও খবর..

টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। ২৬৫ বছরের পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে। রাতে ভোগ নিবেদন। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দির।

দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা।সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। রাতভর পুজো চলবে। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই দু’দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লেক কালীবাড়িতে ভক্তের ঢল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola