Kalipuja 2022: একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির
একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। কথিত আছে, এখানে মায়ের গলার নলি পড়েছিল। আজ নলাটেশ্বরী মাকে রাজবেশে সাজিয়ে ভোরবেলায় মঙ্গলারতি করা হয়। এরপর মায়ের পুজো শুরু। সারাদিন ধরে পুজো চলে।কালীপুজোর দিন দূর-দূরান্ত থেকে নলাটেশ্বরী মন্দিরে ভিড় করেছেন ভক্তরা।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Kalipuja ABP Ananda Bengali News Nalateswari Temple