Kalipuja 2022: তারাপীঠে শক্তির আরাধনা, আলোর মালায় সেজেছে গোটা মন্দির

তারাপীঠে শক্তির আরাধনা৷ রীতি মেনে পুজো৷ আলোর মালায় সেজেছে গোটা মন্দির৷ পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি ও নিত্যপুজো৷ পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন৷ ভোগে রয়েছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি৷ নিবেদন করা হয় শীতল ভোগ। নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola