Kalna Municipality: আজকের জন্য বাতিল হয়ে গেল কালনা পুরসভায় পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া | Bangla News

Continues below advertisement

কালনা পুরসভায় পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া আজকের জন্য বাতিল। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় বাতিল পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! কালনায় অফিসিয়াল প্যানেলের হার, চেয়ারম্যান বিক্ষুব্ধ কাউন্সিলর। কালনায় বিক্ষুব্ধদের ভোটে হারলেন তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যান। ভোটাভুটিতে প্রস্তাবিত চেয়ারম্যানের পক্ষে পড়ল মাত্র ৪টি ভোট। ১২জন কাউন্সিলরের ভোটে চেয়ারম্যান নির্বাচিত বিক্ষুব্ধ তৃণমূল নেতা। আনন্দ দত্তের পক্ষে ৪টি ভোট, বিক্ষুব্ধ তপন পোড়েলের পক্ষে ১২টি ভোট। ২ পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত কালনা পুরসভার টাউন হল। টাউন হলের বারান্দা থেকে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে নির্দেশ মন্ত্রীর। ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত, পিছন থেকে ছুরি মেরেছেন কয়েকজন কাউন্সিলর’, বিক্ষুব্ধ ১২ তৃণমূল কাউন্সিলরের উদ্দেশে হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram