Kalyan Banerjee: TMC সংসদীয় দলে বেনজির সংঘাত, দলেরই মহিলা সাংসদ ও সৌগত-কীর্তিকে নিশানা কল্যাণের
ABP Ananda Live: তৃণমূল সংসদীয় দলে বেনজির সংঘাত। দলেরই মহিলা সাংসদ ও সৌগত-কীর্তিকে নিশানা কল্যাণের। আমাকে বলছে জেলে ঢোকাব, মহিলা বলে পুরুষকে আক্রমণ করবে। একদিন সংসদে না এলে বুঝবে: কল্যাণ।
রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে!
রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুনের অনুগামীদের। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শোরগোল। অশান্তি পাকানোর অভিযোগে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ জানালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র, হিন্দুদেরও বন্ধু, তাই সে দেশের পতাকা নেওয়ায় দোষ দেখছেন না অর্জুন সিং। যদিও রামনবমীর মিছিলে কেন ইজরায়েলের পতাকা, তা নিয়ে প্রশ্ন উঠছে।