Kalyan Banerjee: '২০১১-র আগে কথা বললে ডেডবডি পড়ে যেত', বামেদের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
'কেউ দোষ করলে আজ থানা পর্যন্ত যাওয়ার অধিকার আছে, ইডি পর্যন্ত যাওয়ার অধিকার আছে, বাংলার মানুষের আজ কথা বলার অধিকার আছে, ২০১১-র আগে কথা বললে ডেডবডি পড়ে যেত, গ্রাম বাংলায় কথা বলতে গেলে মেরে শেষ করে দিত', বৈদ্যবাটির সভা থেকে বামেদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)