Kalyan Banerjee: '২৬-এর ভোটে মমতা যেন অসুর দমন করতে পারেন', মন্তব্য কল্যাণের

Continues below advertisement

ABP Ananda LIVE : ছাব্বিশে অসুর দমনের হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । ২৬-এর ভোটে মমতা যেন অসুর দমন করতে পারেন'। 'অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে, অসুর যেন দমন হয়' । মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।

আরও খবর....

বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কা। নদিয়া কৃষ্ণনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম সুজিত মাহাতো।বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের হাড়হিম ছবি। স্থানীয় সূত্রে খবর, এদিন ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় দ্রুত গতিতে আসা ওই গাড়িটি তাঁকে ধাক্কা মারে ও সোজা গিয়ে পাশের দোকানে ঢুকে উল্টে যায়। তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 

খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার গড়ফায়,  বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁরই পরিচিতের স্বামীর বিরুদ্ধে। ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরয। অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পো়ড়াতে গেছিলেন তিনি। সেইসময়, দূরে গল্প-আড্ডায় মেতেছিল বাকিরা। সেই সুযোগে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলার স্বামী। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আজকে ভোরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola