Lok Sabha Election:চণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু কল্যাণের, কখনও হেঁটে, কখনও হুডখোলা গাড়িতে চড়ে এলাকা ঘুরলেন
তিনি শ্রীরামপুর (Serampore) লোকসভা কেন্দ্রের (Loksabha Election) চারবারের সাংসদ। পুরনো কেন্দ্র থেকেই এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। প্রতিবারের মতো এদিনও চণ্ডীতলা বিধানসভা এলাকার একটি চণ্ডী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। সঙ্গে ছিলেন ঢাকিরা। কখনও হেঁটে, কখনও হুডখোলা গাড়িতে চড়ে এলাকায় ঘুরলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।