Kalyan on Kunal: 'কিছু কিছু জায়গায় আমার কথা বিকৃত করা হয়েছে', কুণালের অভিযোগ প্রসঙ্গে মত কল্যাণের

Continues below advertisement

'প্রার্থী হিসেবে ভোট চাইতে ফোন করেছিলাম। কোনও প্রস্তাব বা ঘুষ দিতে চাইনি। পুরো অডিও শুনলে পুরো বিষয়টি বোঝা যাবে। ২০১৯-এ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ। বিজেপি কুণালকে নিতে চায়নি। কুণাল ঘোষের কথায় আমি তাঁকে ফোন করি। সপ্তাহখানেক আগে বিজেপিতে আসতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন কুণাল। মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিলেন কুণাল', পাল্টা বিস্ফোরক দাবি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। 'অডিও ক্লিপ এডিট করা হয়েছে, এমন কিছু আমি বলিনি', কুণালের দাবি খারিজ করে দাবি কল্যাণের।

অন্যদিকে, উপনির্বাচনের (Maniktala By ELection 2024) আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের? মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। ফোন করে তৃণমূলের কুণালকে 'অফার' বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের! 'বেশি বাড়াবাড়ি করলে আরও অডিও আছে, প্রকাশ্যে আনব', হুঁশিয়ারি কুণালের (Kunal Ghosh)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram