Kalyani News:কল্যাণীর রথতলায় বিস্ফোরণস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক

ABP Ananda Live: কল্যাণীর রথতলায় বিস্ফোরণস্থলে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান শাসক দলের। বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন কল্যাণীর বিজেপি বিধায়ক। বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, "ভুলভাল কথা বলছেন বিধায়ক। মানুষ মরে গেছে, উনি রাজনীতি করতে এসেছেন।" বিধায়ক ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিধায়ককে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরব হন বিধায়ক। তিনি বলতে থাকেন, "এরা তৃণমূলের বদমাস। ক্রিমমিনালগুলো। যারা ঘটনা ঘটিয়েছে তারাই এখানে আড়াল করার চেষ্টা করছে। আমাকে ভয় দেখাচ্ছেন ? ক্রিমিনালগুলো। এদের লজ্জা নেই।" 

এর আগে বিজেপি বিধায়ক বলেন, "প্রায় ৬ জনের জীবন চলে গেছে। ভাবতে পারেন ? চারজনের উদ্ধার করা হয়েছে। এখন বাড়ছে সংখ্যা। পুলিশের কাছে সমস্ত রিপোর্ট থাকে। তারা জানে কোথায় কী ঘটনা হচ্ছে। এ ধরনের বাজি তৈরি হয়েছে। তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করতে করতেই তো এ ধরনের...।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola