Kalyani News: যে মেডিক্যালের ছাত্রী নির্যাতিতা, সেখানেই কনভেনশনের অনুমতি বাতিল! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: যে মেডিক্যালের ছাত্রী নির্যাতিতা, সেখানেই কনভেনশনের অনুমতি বাতিল! বিচারের দাবিতে কনভেনশন, শেষমুহূর্তে অডিটোরিয়াম প্রত্যাখ্যান! দুর্যোগের কারণ দেখিয়ে অডিটোরিয়াম দিতে চাইল না কল্যাণী মেডিক্যাল।কল্যাণী মেডিক্যালের রেসিডেন্ট ডক্টর্সের উদ্যোগে কনভেনশন। কলেজের অডিটোরিয়ামের অনুমতি দিয়েও শেষমুহূর্তে প্রত্যাখ্যান!'প্রাকৃতিক দুর্যোগের জন্য বিদ্যুতের সরঞ্জাম ব্যবহারে নিয়ন্ত্রণ। ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কায় এসি, লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ। অনুমতি দিয়েও হল বাতিল নিয়ে আজব দাবি কল্যাণী মেডিক্যালের অধ্যক্ষের! মিলল না ক্যাম্পাসে অনুমতি, বাইরের অডিটোরিয়ামে কাল কনভেনশন। কল্যাণী মেডিক্যালেরই ছাত্রী ছিলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসক। বিচারের দাবিতে কাল আর জি কর মেডিক্যালেও জুনিয়র ডাক্তারদের গণকনভেশন। 

আরও খবর..

গত ২৩ অক্টোবর যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বাদানুবাদ চলাকালীন সামনে রাখা বোতল ভাঙন কল্যাণ, ছুড়ে ফেলেন জেপিসির চেয়ারম্যানের সামনে। এবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর এবার বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলেন, 'ও হচ্ছে জুডিশিয়ারির কুলাঙ্গার' ! পাল্টা শমীক।

ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিনভর দুর্যোগের পূর্বাভাস। যদিও এরইমধ্যে রয়েছে আশার খবর। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola