Halisahar News: হালিশহর থেকে উদ্ধার হল সাড়ে ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি ! গ্রেফতার এক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চারজনের মৃত্যুর পর টনক নড়েছে পুলিশের। এবার উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে উদ্ধার হল সাড়ে ৩ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে এত বাজি মজুত করা হল? খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কল্যাণীতে বেআইনি বাজি কারখানার মালিকের বাড়ি থেকে বাজি উদ্ধার করল CID-র বম্ব স্কোয়াড। 

মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ

মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ। দাবি অনুযায়ী ১ লক্ষ টাকা না দেওয়ায় ব্য়বসায়ী এবং তাঁর পরিবারকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের তির উঠেছে মহেশতলা। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল আহমেদ মণ্ডলের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন তিনি। অন্য়দিকে এই হামলার অভিযোগের প্রেক্ষিতেই রাস্তা অবরোধ করেন স্থানীয়ার। 

প্যানেলে একাধিক নাম, সিপিএমের জেলা কমিটি গঠনেও ভোটাভুটি! ৩দিনের সম্মেলনেও জেলা কমিটি গঠন করতে পারল না সিপিএম! চূড়ান্ত মতানৈক্য, অধরা সিপিএমের উঃ ২৪ পরগনা জেলা কমিটি গঠন! জেলা কমিটির সদস্য হওয়ার জন্য জমা পড়ল একাধিক নাম। আগামী রবিবার ভোটাভুটির মাধ্যমেই জেলা কমিটি গঠন: সূত্র

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola