Kamalgachhi Fire: কামালগাজিতে বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন। ABP Ananda Live

ABP Ananda Live: ফের শহরে অগ্নিকাণ্ড, কামালগাজিতে বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন। গ্রাউন্ড ফ্লোরে মিটার রুমে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।

অন্যদিকে, ৪ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kasba Acropolis Fire Break Out)। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন। চতুর্থ তলেই রয়েছে ফুড কোর্ট, বুক স্টোর। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। কসবার এই মলে রয়েছে একাধিক দোকান, পাশাপাশি রয়েছে অফিস। আর দশটা দিনের মতোই এদিনও খুলেছিল মল। চলছিল, কেনা-বেচা দোকানপাটগুলিতে। অফিসগুলিতেও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল কাজ। কিন্তু আচমকাই সব থমকে যায়। আগুন লাগার খবর জানতেই শুরু হয় নিচে নামার তোড় জোড়। এদিকে বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মলের কর্মীদের। এদিকে এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola