Kamarhati News: এবার কামারহাটিতে জল থেকে সংক্রমণ?আচমকা অসুস্থ বেশ কয়েকজন, কী বললেন এলাকার কাউন্সিলর
ABP Ananda Live: হাওড়ার বেলগাছিয়ায় যখন জলসঙ্কট তারই মধ্যে এবার কামারহাটিতে জল থেকে সংক্রমণ? কামারহাটির ২৯ নং ওয়ার্ডে আচমকা অসুস্থ বেশ কয়েকজন। সাগরদত্ত মেডিক্যালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। কামারহাটি পরিষেবা সূত্রে জানা যাচ্ছে যে পানীয় জল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে প্রচার চলছে।
বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারকে ঘিরে জোর তরজা। তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে যদিও দাবি করেছেন অভিযুক্ত বিচারপতি। কিন্তু এবার তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ছবি ও ভিডিও সামনে এল। সুপ্রিম কোর্ট তদন্তের যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই ওই ছবি ও ভিডিওটি গোটা দেশের সামনে চলে এসেছে। আদালতের অন্তর্তদন্তে যে রিপোর্ট জমা পড়ে, ওই ছবি এবং ভিডিও তারই অংশ বলে জানা গিয়েছে। (Justice Yashwant Varma)
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি যশবন্ত এবং তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে টাকার পাহাড়ের হদিশ পায় দমকল বাহিনীই। গত কয়েক দিন ধরে সেই নিয়ে উত্তাল পরিস্থিতি। বিচারপতি যশবন্ত তাঁকে বদনাম করার চেষ্টা চলছে বলে দাবি করলেও, তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ভিডিও সামনে আনল আদালত। (Burnt Cash at Judge's House)