Kamduni Verdict: কামদুনির প্রতিবাদীরা আজ কলকাতায় পথে নামছেন | ABP Ananda LIVE
কামদুনির প্রতিবাদীরা আজ কলকাতায় পথে নামছেন। গণধর্ষণ-খুনে ৪ জন মুক্তি পাওয়ায় ধর্মতলা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন তাঁরা। সবাইকে অ-রাজনৈতিক ভাবে মিছিলে অংশ নিতে বলা হয়েছে। দুপুর ৩টেয় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত। অন্যদিকে, কামদুনিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করবে বিজেপি। দুপুর ১টা নাগাদ কামদুনি বাস স্ট্যান্ডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে শুরু হবে মিছিল।