Kamtapur Agitation:পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের হুমকি কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি-র।ABP Ananda LIVE
পৃথক রাজ্যের দাবিতে এবার বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দিল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। রবিবার জল্পেশ ময়দানে সভার অনুমতি না মেলায় প্রশাসনকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন KLO নেত্রী জ্যোৎস্না রায়।