West Bengal News: পৃথক রাজ্যের দাবিতে, বন্দুক হাতে আন্দোলনের হুমকি কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির
ABP Ananda Live: পৃথক রাজ্যের দাবিতে এবার বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দিল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। রবিবার জল্পেশ ময়দানে সভার অনুমতি না মেলায় প্রশাসনকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন KLO নেত্রী জ্যোৎস্না রায়। সভা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত না জানানোয় অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। ভোটের আগে বিজেপির উস্কানিতে হাওয়া গরমের চেষ্টা বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত বলেই পৃথক রাজ্যের দাবি উঠছে, বলে মন্তব্য গেরুয়া শিবিরের একাংশের। তবে কামতাপুরি আন্দোলন সমর্থন করেন না তাঁরা বলেও সাফাই দিয়েছে জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব।