Kanchan Mullick: চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট শ্রীময়ীর, পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ
ABP Ananda LIVE : চিকিৎসককে হুমকি বিতর্কে মুখ খুললেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী। চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট শ্রীময়ীর। চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ শ্রীময়ীর। 'বৃদ্ধাকে নিয়ে চিকিৎসা করাতে গেছি, দাদাগিরি করতে যাইনি' উনি আমাদের হ্যারাস করে, নিজেই ইনিয়ে বিনিয়ে গল্প করেছেন, ফেসবুক পোস্টে অভিযোগ শ্রীময়ীর।
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।