Kanchanjunga Express:ভোর থেকে খারাপ স্বয়ংক্রিয় সিগনাল, কাজ করছিল না ট্র্যাকিং সিস্টেমও? উঠছে প্রশ্ন

কার ভুলে ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা? এখনও ধোঁয়াশা। ভোর থেকে খারাপ স্বয়ংক্রিয় সিগনাল, কাজ করছিল না ট্র্যাকিং সিস্টেমও? রাঙাপানি-আলুয়াবাড়ি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাও মালগাড়িকে যাওয়ার সঙ্কেত? ৩টি সিগনাল পেরিয়ে কেন ৪ নম্বরে দাঁড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? তাও কী জানতে পারেননি রেলকর্মীরা? ট্র্যাকিং সিস্টেমেই দায়ী? লগ বুক-নথি বাজেয়াপ্ত, কন্ট্রোল রুম-সিগনাল বিভাগের কর্মীদের জিজ্ঞাসাবাদ। কত গতিতে যাচ্ছিল মালগাড়ি, তথ্য ছিল না কন্ট্রোল রুমে: সূত্র। কাল ১৫জনকে ডেকে পাঠাল কমিশনার অফ রেলওয়ে সেফটি।                                                                                                      

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola