Kanchanjunga Train Accident:'নিয়ন্ত্রিত গতিবেগে ট্রেন চালাননি মালগাড়ির চালক', জানিয়েছেন কৌশিক মিত্র

Continues below advertisement

ABP Ananda LIVE: স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা খারাপ থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির চালক দুজনকেই দেওয়া হয়েছিল লিখিত ছাড়পত্র। মালগাড়ির চালককে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তার সতর্কবার্তা তিনি মানেন নি। নিয়ন্ত্রিত গতিবেগে ট্রেন চালাননি মালগাড়ির চালক। জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

মাছের ভেড়ি দখল ঘিরে ২ পরিবারের বিবাদে খুনের অভিযোগ । দক্ষিম ২৪ পরগনার জীবনতলায় পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন । ঘটনাস্থলে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের। মৃত মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা রেলের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram