Train Accident: আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হল না ছোট্ট স্নেহার, ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ

Continues below advertisement

ABP Ananda LIVE: আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হল না ছোট্ট স্নেহার, ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই । পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার'

লোকসভা নির্বাচনে ( Loksabha Election ) আশানুরূপ ফল হয়নি বিজেপির ( BJP ) । আর হারের পরই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ফল নিয়ে। প্রার্থী নির্বাচন ও জেলা প্রার্থীদের কেন্দ্র বদল নিয়ে উষ্মা ধরা পড়েছে হেভিওয়েট নেতাদের গলাতেও। বঙ্গ বিজেপির ( Bengal BJP ) অন্দরমহলে চাপা টানাপোড়েনের জল্পনাও কম হয়নি। আর এবার সামনে উপনির্বাচন। তার আগেও বঙ্গ বিজেপিতে চাঞ্চল্য। 

বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে আগেই চাপানউতোর ছিল বিজেপিতে। জল্পনা ছিল, বিজেপির প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রার্থী হতে পারেন। এই নাম উঠে আসতেই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিজেপির এক কর্মীকে বলতে শোনা যায়, আমরা বাগদায় বাইরের প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদি হোক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram