Kanchanjungha: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার তথ্য ছিল মালগাড়ি চালকের কাছে? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda live: র্ঘটনার আগে অকেজো স্বয়ংক্রিয় সিগন্যাল। কাজ করেছিল কি রেল ট্র্যাকিং সিস্টেম? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার তথ্য ছিল রেল কর্মী, মালগাড়ি চালকের কাছে? উঠছে প্রশ্ন। অকেজো ছিল রেল ট্র্যাকিং সিস্টেমও?

বিজেপির কেন্দ্রীয় দলের সফরের মধ্যেই কোচবিহারে মুখ্যমন্ত্রী। জয়ের জন্য কোচবিহারের মানুষকে অভিনন্দন জানাতে এসেছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মদনমোহন মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী। 

কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের। মৃত মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা রেলের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। 

বন্দেভারত, নমোভারত এবং সর্বোপরি বুলেট ট্রেন নিয়ে মাতামাতি হলেও, সাধারণ রেল পরিষেবায় অনেক গলদ রয়ে যাচ্ছে বলে আগাগোড়া সতর্কবার্তা উঠে এসেছে। পৃথক রেল বাজেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কম সমালোচনা হয়নি। সাম্প্রতিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আবারও সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ২০১৪ সাল থেকে, গত ১০ বছরে একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। (Train Accidents in Recent Times)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram