Kanchenjunga Train Accident: আজ রাতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক সময়ে চলবে, জানালেন CPRO। ABP Ananda Live

Continues below advertisement

'সবাইকে উদ্ধার করার কাজ চলছে। আজ যে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার কথা সেটা ঠিক সময়ে যাবে বলে মনে করি', জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যাঁর আটকে পড়েছেন তাঁদের ট্রেনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন।       

শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল 
033-23508794, 033-23833326. 
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 
033-26402242, 03326402243. 
উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235,
ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228.
কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795
অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 
03612731622, 03612731623. 
নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417,
9287998179.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram