Kanchenjunga Train Accident: ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, শিয়ালদহে চালু হেল্পডেস্ক। ABP Ananda Live
ফিরল মাত্র ১ বছর আগের সেই ভয়াবহ স্মৃতি। গত বছর জুন মাসে ঘটে বালেশ্বর ট্রেন দুর্ঘটনা (Odisha Train Accident)। তার ঠিক ১ বছরের মাথায়, আজ, ১৭ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে (West Bengal)। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Sealdah Kanchanjungha Express) এসে সজোরে ধাক্কা মারল মালগাড়ি। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর (Helpline Numbers)।
পশ্চিমবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, চালু হল হেল্পলাইন নম্বর
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল 033-23508794, 033-23833326। হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 033-26402242, 03326402243। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235, ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228। কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795 অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 03612731622, 03612731623। নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417, 9287998179। নৈহাটিতেও একটি অতিরিক্ত হেল্পডেস্ক খোলা হয়েছে, তার নম্বর 033-25812128।