Kanchenjunga Train Accident: দুর্ঘটনার ধাক্কা উত্তরবঙ্গের রেল পরিষেবায়! ঘুরপথে একাধিক ট্রেন। ABP Ananda Live

Continues below advertisement

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা (Kanchenjunga Express Train Accident)। প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়, জানিয়েছেন পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র। 

মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস,  গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা-গয়া এক্সপ্রেস ও গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস। বাতিল করা হয়েছে আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানুষের ভুল, মালগাড়ির চালক সিগন্যাল মানেননি। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। মালগাড়িতে ছিল না কবচ,সাংবাদিক বৈঠকে স্বীকার করলেন রেল বোর্ডের CEO ও চেয়ারপার্সন জয়া বর্মা সিন্হার। পাশাপাশি, রেলের তরফে জানানো হয়েছে, চলতি বছরে ৩ হাজার কিলোমিটার রেলপথে কবচ লাগানো হচ্ছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram