Adhir Chowdhury: অধীরকে তৃণমূলে আসার প্রস্তাব কান্দির তৃণমূল বিধায়কের, ভিন্ন সুর কুণালের

Continues below advertisement

ABP Ananda LIVE: অধীরকে তৃণমূলে আসার প্রস্তাব কান্দির তৃণমূল বিধায়কের, ভিন্ন সুর কুণালের । মানুষের জন্য কাজ করতে চাইলে, মমতা-অভিষেকের সঙ্গে কথা বলুন। 'বিজেপি-আসার জন্য সুযোগ খুঁজছেন অধীর'। অধীর-বিজেপি আঁতাঁতের অভিযোগে ফের সরব কুণাল। 

পর্ণশ্রীতে সরকারি অফিসারকে 'হেনস্থা', ১৯ ঘণ্টাতেই অন্তর্বর্তী জামিন তৃণমূল কর্মীর। আলিপুর আদালতে পুর আধিকারিকের পরিচয়পত্রই জমা দিতে পারল না পুলিশ জবরদখল উচ্ছেদে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে 'ধাক্কা' তৃণমূল কর্মীর। সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারা, জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীর। বিচারকের নির্দেশ মতো সরকারি অফিসারের পরিচয়পত্রই দেখাতে পারল না পুলিশ। 'তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুকে'। তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করতে হবে, নির্দেশ আলিপুর আদালতের।

বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বঞ্চনার অভিযোগ খারিজ করলেও, পাল্টা তাঁকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানান দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচন বাংলায় বিজেপি পরাজিত হওয়ার পর থেকে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলার প্রাপ্য টাকা দেওয়া বন্ধ করে দেয় বলে অভিযোগ তোলেন তিনি। এবার তৃণমূলের হাতিয়ার হল কেন্দ্রেরই একটি রিপোর্ট, যেখানে ১০০ দিনের কাজের টাকা প্রাপক হিসেবে বাংলার উল্লেখই নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram