Kanthi News: সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট হচ্ছে । ১০৮টি আসনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত । প্রতিটি বুথে সিসি ক্য়ামেরা বসানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত । কাঁথি সমবায় ব্য়াঙ্কে শেষ ভোট হয়েছিল ২০১৫-য় । তখন চেয়ারম্য়ান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী । কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত । তার আগে ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু । ভেঙে দেওয়া হয় কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতি । মামলা চলছিল বলে, এতদিন পর্যন্ত স্থগিত ছিল সমবায় নির্বাচন

আরও খবর...

শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সেটিং? নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে তৃণমূল-বিজেপি সমঝোতা? ৫০টির মধ্যে ৩২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। ভোটের খরচ বাঁচানোর জন্যই সিদ্ধান্ত, দাবি দু'দলের নেতৃত্বের। এবার সেটিং তত্ত্ব প্রকাশ্যে, কটাক্ষ সিপিএমের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram