Kanungo Association Centenary: সেটেলমেন্ট কানুনগো সমিতির শতবর্ষ উদযাপন, মিলন উৎসবে মাতলেন সদস্যরা

১০০ বছর পেরিয়েছে। বদল হয়েছে দফতরের নাম। কিন্তু যা থেকে গিয়েছে তা হল স্মৃতি। শতবর্ষের স্মৃতি। আর সেই উপলক্ষেই এক অনুষ্ঠানের আয়োজন করল সেটেলমেন্ট কানুনগো সমিতি। শতবর্ষ উপলক্ষে সদস্যদের নিয়ে 'শতবর্ষের আলোকে ফিরে দেখা' নামে একটি বই প্রকাশও করা হয়। এই বইটিতে একাধিক অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। ব্যক্তি জীবনের পাশাপাশি ভূমি সংস্কারের নানা দিকও এই বইতে তুলে ধরা হয়েছে। বই প্রকাশের পাশাপাশি স্মৃতি রোমন্থনও করেন অনেকে। দীর্ঘ সময় ধরে যে কাজ করে এসেছিলেন সেই স্মৃতি সকলের সঙ্গে ভাগ করেন নেন তাঁরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্যরাও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola