Kareya: রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য, লাক্সারি ট্যাক্সির চালককে মারধরের অভিযোগ Bangla News
Continues below advertisement
ফের রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। কড়েয়ায় লাক্সারি ট্যাক্সির চালককে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।আক্রান্ত ট্যাক্সি চালক চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁর দাবি, গতকাল রাত আড়াইটে নাগাদ পার্ক সার্কাসে গাড়ি পার্কিংয়ের সময় ৫-৬ জন যুবককে এক অ্যাপ ক্যাব চালক ও বাইক চালককে মারধর করতে দেখেন। বাধা দেওয়ায় ওই যুবকরা লাক্সারি ট্যাক্সির চালকের ওপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। লাক্সারি ট্যাক্সির চালকের দাবি, স্থানীয়রা চলে আসায় প্রথমে স্কুটার ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে দলবল জুটিয়ে লাঠিসোটা নিয়ে ফের ওই এলাকায় চড়াও হয়। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে শেষপর্যন্ত তারা পিছু হঠে। কড়েয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা অধরা।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Taxi Driver ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kareya এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Taxi Driver Beaten এবিপি আনন্দ