Karnataka Election 2023: আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন

Continues below advertisement

আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Election)। ২২৪ আসন বিশিষ্ট বিধানসভার ভাগ্য নির্ধারণ। ম্যাজিক ফিগার ১১৩।  ৫৪ হাজার ৫৪৫টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এ বছর ভোট দেবেন ৪২ লক্ষ ৪৮ হাজার ২৮ জন নতুন ভোটার। মোট প্রার্থী ২ হাজার ৬১৫ জন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৮৪ হাজার ১১৯ জন রাজ্য পুলিশ ও ৫৮ হাজার ৫০০ জন CAPF জওয়ান। ২০২৪-এর লোকসভা ভোটের আগে দাক্ষিণাত্যের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রচারে নেমেছেন অমিত শা, জেপি নাড্ডারা। অন্যদিকে, ক্ষমতা দখলের লড়াইয়ে জোর টক্কর দিতে তৈরি কংগ্রেস। রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন। এখন দেখার কার পক্ষে রায় দেয় কর্ণাটকবাসী। ১৩ মে ভোট গণনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram