Kasba College Incident: 'কসবাকাণ্ডে অভিযুক্তর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো', পোস্ট শুভেন্দুর

ABP Ananda LIVE : শিক্ষাক্ষেত্রে গুন্ডামি, বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে হেনস্থা, অধ্য়ক্ষকে নিগ্রহ, অধ্য়াপিকাকে জগ ছুড়ে মারা... গত ১৩ বছরে বাংলার শিক্ষাঙ্গনে একাধিক তাণ্ডবের নজির রয়েছে। বারবার নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। আর এবার সব সীমা ছাড়িয়ে গেল কসবার ঘটনা! শিক্ষাঙ্গনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে!সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি--কে নেই তালিকায় ! এরইমধ্যে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রের একটি ছবি পোস্ট করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছবি দেখিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। কে নেই তালিকায় ! মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক, তৃণমূল কাউন্সিলর ! TMCP-র রাজ্য সভাপতি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি ! সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রীদের একাধিক ছবি ইতিমধ্যেই সামনে এসেছে ! যাতে পরতে পরতে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সামনে এসেছে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের! 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola