Kasba News: 'আতঙ্কে থাকতাম', মনোজিতের ভয় কাঁটা হয়ে থাকত অধ্যাপকরাও ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নিজের ওপর হওয়া অত্য়াচারের বিবরণই নয়। কসবা ল কলেজের ওই ছাত্রী জানিয়েছেন, কীভাবে দিনের পর দিন, কলেজে মৌরসিপাট্টা চালিয়েছে মনোজিৎ মিশ্র। একজন অস্থায়ী কর্মী হয়েও কলেজে তার প্রভাব ছিল অপরিসীম। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনও অভিযোগ করলে, ঘুরপথে সেই অভিযোগ গিয়ে পৌঁছত মনোজিতেরই হাতে। তারপর অভিযোগকারীর ওপর শুরু হত অত্যাচার। মনোজিৎ মিশ্রের অত্যাচারের সম্মুখীন হওয়া ছাত্রী বলছেন, 'ইউনিয়ন রুমে আয়', এই কথাটা শোনাই যেন ছিল আতঙ্কের। 

আরও খবর....

ভর্তির টোপ দিয়ে টাকা তুলত মনোজিত মিশ্র। তার সুপারিশ না মানলেই শুরু হত অত্য়াচার।এবিপি আনন্দর কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন একসময় মনোজিতকে সাসপেন্ড করা, কসবা ল কলেজের প্রয়াত অধ্য়ক্ষ দেবাশিস চট্টোপাধ্য়ায়ের স্ত্রী।  বললেন, 'দেবাশিসের সেই সময়কার কথাগুলো যদি এখনকার নেতারা মানতেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না।

SSC-তে নতুন পরীক্ষা বিধি নিয়ে এবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে? নির্দিষ্ট করে অযোগ্য চিহ্নিতদেরই বা কেন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে? চাকরিহারা শিক্ষকের করা মামলায় এরকমই একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবারের মধ্যে রাজ্য় সরকার ও SSC-কে এইসব প্রশ্নের উত্তর আদালতকে জানাতে হবে৷

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola