Kasba News: কসবাকাণ্ডে ৬ দিনের মাথায় ফিরল হুঁশ সরকারের, মনোজিৎ মিশ্রকে বরখাস্ত করতে বলল সরকার

ABP Anana LIVE: কসবাকাণ্ডে ৬ দিনের মাথায় ফিরল হুঁশ সরকারের । মনোজিৎ মিশ্রকে বরখাস্ত করতে বলল সরকার। মনোজিতের ২ শাগরেদকেও বহিষ্কারের সুপারিশ।  ল কলেজে বহিরাগত প্রবেশেও নিষেধাজ্ঞার সুপারিশ। অবিলম্বে GB বৈঠক ডেকে কার্যকর করার সুপারিশ।

 

কসবাকাণ্ডে রাজ্যে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তোলা হল গুরুতর অভিযোগ !

কসবাকাণ্ডে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেব। দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র। প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অভিযোগ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। সম্প্রতি বিক্ষোভ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বিজেপির নেতারা। নারী সুরক্ষার দাবিতে কন্য়া সুরক্ষা যাত্রার ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারেই গোলপার্ক থেকেই সেই কর্মসূচি শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন,মমতার পদত্য়াগ করা উচিত। যুব মোর্চা ডাক দিয়েছে ২ তারিখে। আমি নিজে থাকব, আমি আয়োজন করব। 'পাল্টা কুণাল ঘোষ বলেন, 'কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কী করেছেন। একদম তাঁর পাশে দাঁড়িয়ে,  তাঁর পাশে থাকব এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর কন্য়া সুরক্ষা যাত্রা শুরু করা উচিত।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola