Kasba Incident: 'সরকারের এরকম অনেক কলেজে অসংখ্য মনোজিৎ পাওয়া যাবে', মন্তব্য প্রক্তন রাজ্য সভাপতির

ABP Ananda Live: গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূলকর্মী এবং প্রাক্তন TMCP নেতা মনোজিতকে কসবার কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের সুপারিশ করে কলেজেরই পরিচালন সমিতি। যার মাথায় রয়েছেন তৃণমূলেরই বিধায়ক অশোক দেব। তবে এই ঘটনা শুধু এই একটি কলেজের নয়। কলকাতার একাধিক কলেজে রয়েছে, যেখানে স্থায়ী কিংবা অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে, TMCP-র প্রাক্তন নেতা অথবা প্রাক্তন GS-দের। সূত্রের খবর, আশুতোষ কলেজে ছাত্র সংসদের একদা দোর্দণ্ডপ্রতাপ এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা হেড ক্লার্কের চাকরি পেয়েছেন! সুরেন্দ্রনাথে কলেজে এমন ৪ জনকে নিয়োগ করা হয়েছে, যাঁদের মধ্য়ে কেউ ছিলেন তৃণমূলের ছাত্রনেতা, কেউ ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এখন সেখানকার নন টিচিং স্টাফ। গুরুদাস কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের একদা সাধারণ সম্পাদক এখন শিক্ষাকর্মী। মণীন্দ্র কলেজে ৫ জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে, যার মধ্য়ে দু'জন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজেও শিক্ষাকর্মীর চাকরি পেয়েছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। এই সমস্ত নিয়োগই হয়েছে ২০১১ সালের পর। অর্থাৎ তৃণমূলের জমানায়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola