Kasba Incident: ল’ কলেজকাণ্ডে একাধিক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণে চাঞ্চল্য, খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ

ABP Ananda LIVE : কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজকাণ্ডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ।কলেজের মেন গেটে ঢোকার মুখে রয়েছে CC ক্যামেরা।যে ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়।নির্যাতিতার অভিযোগ, ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই পড়ুয়া।দুই পড়ুয়া ওখানে ছিলেন কি না, তা জানতে CC ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

 

WB News Live: কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা, গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা

কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা। গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। বেল বন্ডে সই করতে নারাজ সুকান্ত মজুমদাররা। লালবাজারের সামনে অবস্থান-বিক্ষোভ বিজেপির। কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড। সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। গণতন্ত্রের কণ্ঠরোধ, আক্রমণ সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা। হিটলারের মতো আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সুকান্ত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola