Kasba Incident : 'কার আশীর্বাদে এরকম হয়েছে ?' নাম না করে কাকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

ABP Ananda LIVE : প্রাক্তনী হওয়া সত্ত্বেও কীভাবে কলেজের সর্বেসর্বা ? কীভাবে হয়ে উঠেছিলেন প্রভাবশালী TMCP নেতা মাথার উপর কার হাত ছিল? কসবার ল'কলেজের নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র , এরপর থেকেই গোটা বিষয়টা থেকেই দুরত্ব রাখার চেষ্টা করছে তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদকে নিশানা তৃণমূল সাংসদের।কল্য়াণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মন্তব্য-বিতর্কে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দল তাঁদের বক্তব্যের সঙ্গে একমত নয় এবং এই মন্তব্যের নিন্দা করছে, বলে ফেসবুক পেজে প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস। পাল্টা ঘুরিয়ে সমর্থনের অভিযোগে নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের। কাল রাতে আমাদের একজন মহিলা সাংসদ আমাকে টেক্সট করেছে।তৃণমূল ছাত্র পরিষদের একটি নেতার নাম করে লিখেছে সে অপরাধীদের আশ্রয় দেয়। তার উপর নেতা কে ? কার আশীর্বাদে এরকম হয়েছে ? এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় তৃণাঙ্কুর ভট্টাচার্য!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola