Kasba Incident : আইনের কলেজে আইনের ছাত্রীকেই নির্যাতন ! এবার জালে নিরাপত্তারক্ষী

ABP AnandaLIVE : সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১১। নিরাপত্তারক্ষীকে ঘর থেকে বের করে প্রায় ৪ ঘণ্টা অত্যাচারের অভিযোগ! প্রশ্নের মুখে আইন কলেজের সুরক্ষাকর্মীর ভূমিকাও।  ল'কলেজে 'গণধর্ষণ', গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী । কসবাকাণ্ডে গ্রেফতার ল'কলেজে নিরাপত্তারক্ষী। ঘটনা ঘটার সময় এই নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন, খবর সূত্রের । কসবাকাণ্ডে মোট গ্রেফতার বেড়ে ৪ । ধৃত ২ পড়ুয়াকে জেরা করে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী । প্রথমে নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার । ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই আইন পড়ুয়া,অভিযোগ নির্যাতিতার । নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও পাননি, অভিযোগ নির্যাতিতার ।

কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজকাণ্ডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ। কলেজের মেন গেটে ঢোকার মুখে রয়েছে CC ক্যামেরা।যে ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়।নির্যাতিতার অভিযোগ, ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই পড়ুয়া।দুই পড়ুয়া ওখানে ছিলেন কি না, তা জানতে CC ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola