Kasba Incident: ল' কলেজে ঘটনার পুনর্নির্মাণে থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নিল কলকাতা পুলিশ |Law College
ABP Ananda LIVE : কসবা 'গণধর্ষণ'কাণ্ডে ল' কলেজে ঘটনার পুনর্নির্মাণের সময় থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নিল কলকাতা পুলিশ । ৪ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যাওয়ার পর কলেজের বিভিন্ন অংশে থ্রিডি ম্যাপিং । ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয়, সব জায়গায় থ্রিডি ম্যাপিং করা হয় । ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই থ্রিডি ম্যাপিং ব্যবহার করা হবে । কোনও প্রমাণ যাতে চোখ না এড়ায়, সেইজন্য এই পদ্ধতি ব্যবহার করেন তদন্তকারীরা ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রির ছবি ধরা পড়ে থ্রিডি ম্যাপিংয়ে
কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকাকে খুনের অভিযোগে আরও ১ জন গ্রেফতার । ধৃতের নাম আবুল কাসেম শেখ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু বালিকার। ২৪ জনের নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার, এখনও অধরা ১৪।
ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান। সিপিএম-এ যোগ দিলেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা। ৫ বছর আগে দখল হওয়া পার্টি অফিসও পুনরুদ্ধার, দাবি সিপিএমের। পার্টি অফিস তৃণমূলেরই আছে, পাল্টা দাবি শাসক দলের । স্থানীয় তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত, অভিযোগ সিপিএম-এ যোগদানকারীদের। তৃণমূলের দুর্নীতির কারণেই সিপিএম-এ যোগ, দাবি যোগদানকারীদের। দুর্নীতির অভিযোগ অস্বীকার শাসক দলের।